ফাইভারে অর্ডার পাওয়ার একদম সহজ কিছু উপায়।
ফাইভার একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে দেশ বিদেশ থেকে যেকোনো কেউ তাদের ডিজিটাল সার্ভিস গুলো দিয়ে থাকে এবং যেকোনো যেকোনো জায়গা থেকে এই সার্ভিস গুলো কিনে নিতে পারে। ফাইভারে অর্ডার পাওয়ার জন্য শুধু প্রোফাইল তৈরি করাই যথেষ্ট নয়; সঠিক কৌশল এবং পরিকল্পনা গ্রহণ করতে হয়। নিচে ফাইভারে অর্ডার পাওয়ার কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হলো:
🎯 প্রোফাইল অপটিমাইজেশনঃ
প্রথমে আপনাকে আপনার ফাইভার প্রোফাইলটি প্রফেশনালভাবে সাজাতে হবে।
একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার ইউজ করুন, যা আপনাকে বায়ারদের সামনে বিশ্বাসযোগ্য ও প্রফেশনাল হিসেবে প্রেজেন্ট করবে।
প্রোফাইলে বায়োতে শর্ট করে নিজের স্কিল, এক্সপেরিয়েন্স এবং আপনি কী ধরনের সার্ভিস দেন তা স্পষ্টভাবে লিখুন। বায়ো এমন হতে হবে যাতে ক্লায়েন্ট আপনাকে স্কিলড এবং এক্সপেরিয়েন্সড মনে করেন।
🎯 আকর্ষণীয় গিগ তৈরি
ফাইভারে অর্ডার পাওয়ার প্রধান উপায় হলো ভালো গিগ তৈরি করা।
গিগ টাইটেল এমন হতে হবে যা ক্লায়েন্ট খুঁজছেন তা টাইটেল দেখার সাথে সাথে সহজেই যেনো বুঝতে পারে।
গিগ ডেসক্রিপশনে বিস্তারিতভাবে লিখুন যে, আপনি কী ধরনের সার্ভিস প্রদান করছেন, কীভাবে তা করবেন, এবং কেন তারা আপনাকে বেছে নেবেন। ক্লায়েন্টের সমস্যার সমাধানে আপনার সার্ভিস কীভাবে ইফেক্টিভ হবে তা ডেসক্রিপশনে সুন্দরভাবে উল্লেখ করুন।
গিগ টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে সঠিক কীওয়ার্ড ব্যবহার করুন যাতে আপনার গিগটি সার্চ রেজাল্টে সার্চ করলে যেনো দেখায়। সঠিক কিওয়ার্ড দিয়ে ভালোভাবে গিগ অপ্টিমাইজড করবেন।
গিগের জন্য হাইকোয়ালিটি ইমেজ বা ভিডিও ইউজ করুন। গিগ ভিডিওতে আপনার সার্ভিস রিলেটেড বিস্তারিত বলুন, যা ক্লায়েন্টদের আরো এট্রাক্ট করে। যেই ছবি বা ভিডিও গিগে দিবেন সেটাকে ভালো করে এসইও করে নিবেন।